চলতি অর্থবছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি
- আপডেট সময় : ০৮:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ১৭৫১ বার পড়া হয়েছে
চলতি অর্থবছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বলেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বড় ধরনের চাপের মধ্যে আছে। রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। মূল্যস্ফীতির চাপে মানুষের জীবনযাত্রা সংকটে পড়েছে উল্লেখ করে বাজেট তৈরিতে সংস্কার আনার পরামর্শ দেয় সিপিডি।
বছরজুড়ে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে; এ ছাড়া রপ্তানি, রিজার্ভ, প্রবাসী আয়, বিদেশি বিনিয়োগসহ নানা খাতের পরিস্থিতি সন্তোষজনক নয়। পাশাপাশি চলতি অর্থবছরে বড় ধরনের বাজেট ঘাটতির সম্ভবনা রয়েছে।
এমন বাস্তবাতায় ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেটকে সামনে রেখে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।
অর্থনীতির চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে বড় ধরনের কোন উদ্বোগ দেখা যাচ্ছে না বলে দাবি করেন সিপিডির সম্মানীয় ফেলো ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুরক্ষায় উদ্বোগ নেয়ার পাশাপাশি ঋণ নির্ভরতা কমিয়ে রাজস্ব আয় বাড়ানো তাগিদ দেন সিপিডি।
সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, বাজার কারসাজির সাথে জড়িতদের শুধু জরিমানা নয় সবোর্চ্চ সাজা নিশ্চিত করতে হবে।
২০২৩-২০২৪ অর্থবছরে ৮২ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে বলেও মনে করে সিপিডি।
আগামী বাজেটে চলমান চ্যালেঞ্জ মোকাবিলা করে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি বলে মন্তব্য করেন ড. ফাহমিদা খাতুন।