চলছে মৌসুমের ষষ্ঠ তাপপ্রবাহ, লঘুচাপ সৃষ্টির আশঙ্কা
- আপডেট সময় : ০৭:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
চলছে মৌসুমের ষষ্ঠ তাপপ্রবাহ, যার মাত্রা বাড়ছে ক্রমান্বয়ে। সাগরও গরম হয়ে ওঠায় দেখা দিয়েছে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার যশোরে তাপমাত্রা বেড়ে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়েছে। ক্রমান্বয়ে তাপমাত্রা আরো বাড়ছে। বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশ উত্তপ্ত হয়ে উঠছে ক্রমশ্ব। ফলে চলতি সপ্তাহের শেষের দিকে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। লঘুচাপ ঘণীভূত হয়ে প্রথমে নিম্নচাপ,পরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ২০২০ সালে ২০ মে’র দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান কলকাতাসহ দক্ষিণ ভারত লণ্ডভণ্ড করে দেয়। আবহাওয়া অধিদফতর এবারও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটির ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভবনা রয়েছে।আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, আগামী ৫দিনের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দুপুরের পর ঢাকার বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত শুরু হয়। রাতেও এর মাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
















