সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা নিয়ে জারি করা রুল শুনানি কাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা নিয়ে জারি করা রুল শুনানির জন্য কাল দিন ঠিক করেছে হাইকোর্ট।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই দিন ঠিক করেন। নিপুন আদালত অবমাননা করছেন বলে শুনানির সময় অভিযোগ করেন জায়েদ খানের আইনজীবী। তবে বিষয়টি রুলের সঙ্গে সম্পৃক্ত নয় বল জানিয়ে দেয় আদালত। চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রাখে আপিল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টকে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেয়। চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত গত ৭ ফেব্রুয়ারি স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।