চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী মানব সম্পদ গড়তে কাজ করছে সরকার জানালেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৮১ বার পড়া হয়েছে
তরুণরাই হবে ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাই চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ গড়ার উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শিক্ষা ও আর্থ সামাজিক বিভিন্ন খাতে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরূপ ১২ জন পান এই পদক। প্রধানমন্ত্রী আরো বলেন, জিয়া তার রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে যুব সমাজকে বিভ্রান্ত করেছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অডিও ভিজ্যুয়াল ফিলার প্রদর্শিত হয়। এর মধ্যে দিয়ে শুরু হয় পুরস্কার বিতরনীর আনুষ্ঠানিকতা।
রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচিত ১২ জনের হাতে শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২ পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল
আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতেই পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
সোনার বাংলা গড়তে যুবকদের নিয়ে বঙ্গবন্ধুর ভাবনার কথা তুলে ধরেন বঙ্গবন্ধুকন্যা।
প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধ ক্ষমতার হাতিয়ার হিসেবে যুবকদের ব্যবহার করেন জিয়া।
সমৃদ্ধ বাংলাদেশ এবং দক্ষ মানব সম্পদ গঠনে নিজের ভাবনার কথাও জানান সরকার প্রধান।
প্রধানমন্ত্রী আরো বলেন যুবকদের কাঁধে ভর করেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।