চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনে ইভিএমএ নিরুত্তাপ ভোটগ্রহণ শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনে নিরুত্তাপ ভোটগ্রহণ চলছে। ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারের কম।
সকাল ৮ টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত। গেল ৬ ফেব্রুয়ারি এই আসনের এমপি মোসলেম উদ্দিন আহমদ মারা যাওয়ায় শুন্য হওয়া আসনে উপ নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। প্রধান বিরোধী দল অংশ না নিলেও আওয়ামী লীগ, ইসলামিক ফ্রন্ট, এনপিপি মনোনীত প্রার্থীসহ ৫ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছেন। ইভিএমএ চলছে ভোট। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি একাধিক ভ্রাম্যমান আদালত ও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১৯০টি কেন্দ্রে ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও কেন্দ্রে কেন্দ্র ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম দেখা যায়।