চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগ
- আপডেট সময় : ০৬:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুকে নৌকা প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে বিশাল প্রচার মিছিল করেছে যুবলীগ।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও নগর যুবলীগের উদ্যোগে নগরের সাগরিকা থেকে মিছিলটি বের হয়ে সরাই পাড়া গিয়ে শেষ হয়। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।
প্রচারণায় আরও উপস্থিত ছিলেন নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল আলম চৌধুরী, নগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ উত্তর-দক্ষিণ ও নগর যুবলীগের নেতৃবৃন্দরা।
প্রচারণায় অংশ নিয়ে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, ‘প্রধানমন্ত্রীকে তারা (বিএনপি নেতারা) হত্যা করতে চেয়েছিল। এ রকম আরও অনেক ঘটনা আছে। তারা (বিএনপি) হত্যার রাজনীতি ছাড়া আর কিছু বুঝে না। এর জন্য আমাদের যুবলীগকে মাঠে থাকতে হবে। প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে আমাদের দাঁড়াতে হবে সবসময় যুবলীগ যা করেছে।আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ একটা কথা সবসময় বলেছে— যুবলীগ সবসময় মাঠে ছিল মাঠে থাকবে। আমরা মাঠে আছি আপনাদের সাথে নিয়ে। আমরা যেকোনো প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে প্রস্তুত।’
‘আমরা এ নির্বাচন থেকে সবাই নির্বিশেষে ভোট দিতে যাব। এবং আমরা সবাই দেখিয়ে দিতে চাই— যা কিছুই হোক না কেন; তারা বিদেশি প্রভুদের দিকে তাকিয়ে থাকে। এমন একটা ভাব যেন বিদেশি প্রভুরা তাদের ক্ষমতায় বসায় দিবে। বিদেশিরা কি এসে এখানে নির্বাচনে ভোট দেবে? বাংলাদেশের জনগণ ভোট দেবে! এবং বাংলাদেশের জনগণ জানে কাকে ভোট দিতে হবে।’
‘আজকে প্রধানমন্ত্রী যে সকল কাজ করেছে, সেসব কাজ শেষ করার জন্য আবার তারা (জনগণ) আওয়ামী লীগকে ভোট দেবে, প্রধানমন্ত্রীকে ভোট দেবে। এবং ইনশাল্লাহ, সামনের নির্বাচনে আমাদের নেত্রী পাঁচবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবে।’