চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা রোগী চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে
- আপডেট সময় : ০১:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতাল, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের পর এবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেকেও করোনা রোগী চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে, এখন পিসিআর বা ল্যাব বসানোর প্রস্তুতি চলছে। চলতি সপ্তার মধ্যেই যাবতীয় প্রস্তুতি শেষ করার কথা জানান হাসপাতালটির পরিচালক। আর করোনা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন তাদের প্রস্তুতির কথা।
ঢাকা ও নারায়নগঞ্জের পর চট্টগ্রামেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে করোনা আক্রান্ত ১৫ জনেরও বেশী রোগী সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। তাদের দু’জনের মৃত্যু হয়েছে। এর বাইরে করোনা উপসর্গ থাকায় অবজার্ভেশনে রয়েছে অন্তত ৩০ জন। স্বাস্থ্য বিভাগ বলছে, সংক্রমণের তৃতীয় স্তরে আছে চট্টগ্রাম।
সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষার জন্য শুধুমাত্র বিআইটিআইডি হাসপাতালের ল্যাবকেই নির্ধারণ করা হয়েছে। কিন্তু রোগীর সংখ্যা বাড়ায়, এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবকেও প্রস্তত করা হচ্ছে।
রোগী সনাক্তকরণসহ প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পেলেও করোনা আক্রান্ত রোগীরা আইসিইউ সুবিধা পাবে না। অন্য রোগীদের নিরাপত্ত্বার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তপক্ষ।
বহির্বিভাগের নির্দিষ্ট এলাকা ছাড়াও ক্যাজুয়ালিটি বিভাগের পুরোটায় ফ্লু কর্ণার করার পাশাপাশি একটি অবজার্ভেশন সেল প্রস্তুত করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্য থেকে এখানেই করোনা আক্রান্ত রোগীদের সনাক্ত করা হবে ।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবাই নিয়োজিত ডাক্তার, নার্স এমনকি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ব্যাক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।