চট্টগ্রাম বিমান বন্দরে ২৮টি সোনার বারসহ একজন আটক
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৩ কেজি ৩’শ গ্রাম ওজনের ২৮টি সোনার বারসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
দুপুরে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর লাগেজ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানান, জেদ্দা থেকে আসা ওই যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় লাগেজে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। এ সময় লাগেজে তল্লাশি চালিয়ে চার্জার লাইট, টর্স ও ইস্ত্রির ভেতরে লুকানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

 
																			 
																		























