চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কন্টেইনার জট নিরসনে সবাইকে এগিয়ে আসার আহবান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৬২৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে অঘোষিত লকডাউনের কারণে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কন্টেইনার জট নিরসনে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। এক্ষেত্রে কোথাও আইনি জটিলতা তৈরি হলে তা নিরসনে মন্ত্রণালয়ে সুপারিশ করার কথাও জানান তিনি।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে বন্দর সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। সভায় বন্দরের পক্ষ থেকে ভয়াবহ জটের চিত্র তুলে ধরে তা নিরসনে সবপক্ষের সহযোগিতা চায় বন্দর কর্তৃপক্ষ। সংকট সমাধানে আন্তরিকতার কথা জানালেও আইনগত জটিলতার কথা জানায় অফডক, সিএন্ডএফ এজেন্ট, সিপিং এজেন্টসহ বন্দর ব্যবহারকারীরা। এসময় সংকট সমাধানে প্রয়োজনে আইনের শিথিলতার প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেন বিভাগীয় কমিশনার। সভায় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান শেখ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।