চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলংকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলংকা। শেষ খবর পাওয়া পর্যন্ত লংকানদের সংগ্রহ ৬ উইকেটে ১৭৩ রান।
২ উইকেটে ৩৯ রান নিয়ে পঞ্চম দিনে খেলতে নেমে শুরুটা ভাল করে দুই লংকান ব্যাটার কুশান মেন্ডিস ও অধিনায়ক দিমুথ করুনারত্নে। তবে দুজনের ৬৭ রানের জুটি ভাঙ্গে তাইজুল ইসলাম। ৪৮ রানে ফিরে যায় কুশাল মেন্ডিস। এরপর ম্যাথিউসকেও শূন্য রানে ফিরিয়ে দেয় তাইজুল। এর আগে প্রথম ইনিংসে ৪৬৫ রানে অল আউট হয় বাংলাদেশ। ৬৮ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে ৩৯ রানে দুই উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে লংকানরা। এদিকে, পঞ্চম দিনের শুরুতেই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। হাতের চোটে চলতি টেস্ট থেকে ছিটকে গেছে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এ ম্যাচে তাকে আর পাচ্ছে না টিম বাংলাদেশ।