চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারকে রেলপথে সংযুক্ত করতে কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু হচ্ছে। তবে জুন মাসের ২০ তারিখ থেকে এই সেতুতে ৩ মাসের জন্য ট্রেন ও ৬ মাস যান চলাচল বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে।
সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন রেল মন্ত্রনালয় সচিব হুমায়ুন কবির। এ সময়ে যানবাহন পারাপারে দুটি ফেরী চালাতে সড়ক বিভাগের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, ড্রইং ডিজাইনে ত্রুটিসহ নানা কারণে বার বার পিছিয়েছে কালুরঘাটে নতুন সেতু নির্মাণ কাজ। তবে সম্প্রতি সব প্রতিবদ্ধকতা দূর হয়েছে। যত দ্রুত সম্ভব এই প্রকল্পের কাজ শুরু হবে। এসময় নতুন সেতু প্রকল্পের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। একইসঙ্গে সংস্কারকাজ চলাকালিন মাত্র দুটি ফেরী দিয়ে কালুরঘাটের যানবাহনের চাপ সামলানো সম্ভব না বলে সংশয় জানান স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তারা।