চট্টগ্রামে হোটেলে তরুণী হত্যার রহস্য উন্মোচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ২১৩৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বহদ্দারহাটে আবাসিক হোটেলে তরুণী হত্যার রহস্য উন্মোচন করেছে সিআইডি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ১৮ দিনের মাথায় ঘটনায় জড়িত একজনকে গ্রেফতারও করা হয়েছে।
সিআইডি জানায়, গত ১৯ অক্টোবর নগরীর বহদ্দারহাটের একটি আবাসিক হোটেলে ফরহাদ নামের এক যুবক এক তরুণীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নেন। পরদিন দুপুর পর্যন্ত রুমের দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। চাঞ্চল্যকর এই ঘটনার পর টানা ১৮ দিন দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল রাতে নগরীর খুলশী এলাকা থেকে ফরহাদকে গ্রেফতার করা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ফরহাদ তার ওই বান্ধবীকে শ্বাসরোধে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করে।