চট্টগ্রামে সপ্তাহজুড়ে প্রথম প্রাকৃতিক রাবার শিল্প মেলা শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে সপ্তাহজুড়ে প্রথম প্রাকৃতিক রাবার শিল্প মেলা শুরু হয়েছে। দুপুরে নগরীর এম এ আজিজ ষ্টেডিয়াম জিমনেসিয়ামে মেলা উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
বাংলাদেশ রাবার বোর্ড এ মেলার আয়োজন করেছে। আলোচনা সভায়,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন বক্তব্য দেন। বক্তারা, রাবার শিল্পের সমস্যা সমাধানের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহবান জানান।