চট্টগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫০১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে অনুপ বিশ্বাস ও রমা বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দুপুরে নগরীর ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন চৌধুরী সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর সভাপতি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর অনুপ বিশ্বাস। এ সময় তিনি বলেন, বাংলাদেশের যে উন্নয়ন তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার জন্য। তাই সবাইকে তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।