চট্টগ্রামে মুজিব শতবর্ষ সিজেকেএস কারাতে লীগ অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও এম.এ সুফিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর আর্থিক পৃষ্ঠপোষকতায় মুজিব শতবর্ষ সিজেকেএস কারাতে লীগ অনুষ্ঠিত হয়েছে। এতে ১০টি স্বর্ণ, ৬ টি রৌপ্য ও ১টি পদক পেয়ে ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি পদক পেয়ে লীগে রানার্স আপ হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি গতকাল সন্ধ্যায় সিজেকেএস জিমন্যাশিয়ামে হয়। সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকেই।