চট্টগ্রামে মাইলেজ রীতিতে বেতন-ভাতার দাবিতে আন্দোলন করছে রেলওয়ের রানিং স্টাফরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে মাইলেজ রীতিতে বেতন-ভাতার দাবিতে আন্দোলন করছে রেলওয়ে রানিং স্টাফরা।
কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের আহ্বান জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগেও আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যায় রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। নেতারা অভ্যন্তরীণ বৈঠক শেষে আলোচনার জন্য রেল ভবনে যাওয়ার সিদ্ধান্ত নেন। আলোচনা ফলপ্রসূ না হলে, কর্মবিরতি চালিয়ে যাওয়ার প্রশ্নে অনড় থাকার সিদ্ধান্ত হয়। এদিকে, বৈঠকে যোগ দিতে চট্টগ্রাম থেকে গেল রাতে ঢাকা গেছেন রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতির নেতারা।