চট্টগ্রামে মহাসমাবেশকে ঘিরে মুখোমুখি দুই দল
- আপডেট সময় : ০৫:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১৭০৩ বার পড়া হয়েছে
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে সরকার সহিংসতাকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পাতা ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তিনি । তৃণমুলের কর্মীরা বলছেন, মহাসমাবেশ থেকে সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষনা শুনতে চান তারা। আর আওয়ামী লীগ বলছে, কর্মসুচির নামে সহিংসতা হলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
চট্টগ্রামের সবচেয়ে বড় পলোগ্রাউন্ড মাঠ। এই মাঠে ২০১২ সালে মহাসমাবেশ থেকে ঢাকা চলো কর্মসুচীর ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ১০ বছর ৯ মাস পর ফের এই মাঠে মহাসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। কিন্তু আইনগত বাধায় আসতে পারবেন না খালেদা জিয়া। তার স্থলে প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘদিন পর মহাসমাবেশকে ঘিরে উজ্জীবিত চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীরা। এই কর্মসুচী থেকেই সরকার পতনে একদফা আন্দোলনে ঘোষণা চান তারা।
প্রস্তুতির খবর জানাতে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মহাসমাবেশ বানচালে ষড়যন্ত্র করছে সরকার। সেদিকে নজর রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
এদিকে বিএনপির সমাবেশের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ। কর্মসুচির নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর চেষ্টা করলে, সমুচিত জবাব দেয়ার হুশিয়ারি দেন আওয়ামীলীগ নেতারা।
বুধবার সকাল থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের স্ব-স্ব অবস্থানে প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হলেও, পায়ে পাড়া দিয়ে বিরোধে না জড়াতে সতর্ক করা হয়েছে বলে জানান আওয়ামী লীগ নেতারা।