চট্টগ্রামে মইনুদ্দিন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কাজীর দেউরি এলাকায় মইনুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ইসলাম বাবুসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুই জন হলেন সুমন মিয়া ও মো. রুবেল।
গেল রাতে আখাউরার সীমান্ত উপজেলা কসবা থেকে তাদের গ্রেফতার করা হয়। কাজির দেউরি এলাকায় মইনুদ্দিন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। গেল বুধবার ফয়সাল ও তার কয়েকজন সহযোগী মইনুদ্দিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজী না হওয়ায় মইনুদ্দিনকে হত্যা করে আসামীরা। এ ঘটনায় নিহতের ভাই নেজাম কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করে।