চট্টগ্রামে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ১৯৬১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম শহরে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বন্দর নগরীর রিয়াজউদ্দিন বাজারে রাতে ওই ঘটনার পর ভোর পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম সুমন সাহা।
স্বর্ণ ও মাদক চোরাচালানের বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। নগর পুলিশের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী জানান, রেয়াজউদ্দিন বাজারের আব্দুল্লাহ সিদ্দিকী রোডের আরএস টাওয়ার নামের এক ভবনের দ্বিতীয় তলায় থাকতেন সুমন। রাতে তার বাসায় গিয়ে কিছু লোক তাকে মারধর করে। এতে তার মৃত্যু হয়। নির্যাতনে সুমনের শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা চলছে।