চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

- আপডেট সময় : ০২:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সকালে চট্টগ্রাম বন্দরের সিটি টার্মিনালের পাশে এই দুর্ঘটনা ঘটে। বিমানের দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত এক পাইলটের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ১০ টার একটু আগে পতেঙ্গা ঘাটি থেকে উইং কমান্ডার সোহান ও স্কোয়াড্রন লিডার আসিম ওয়াই একে ১৩০ নামের একটি প্রশিক্ষণ বিমান নিয়ে আকাশে উড্ডয়ন করেন। কিছু সময়ের মধ্যেই বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বিমানে আগুন লেগে দ্রুত নিচের দিকে নামতে থাকে। নিয়ন্ত্রণ করতে না পেরে প্যারাসুটে করে দুই পাইলট অবতরণ করেন। এর পরপরই বিমানটি কর্ণফূলী নদীর মোহনায় বিধ্বস্ত হয়। স্থানীয় জেলেরা আহত অবস্থায় পাইলটদের উদ্ধার করে। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কয়েকটি টিম উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তবে এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানের অবস্থান শনাক্ত করতে পারেনি।