চট্টগ্রামে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিকেলে কাস্টম হাউস অডিটরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ আবদুল মজিদ। বক্তারা বলেন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে কাস্টমস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আহরণের পাশাপাশি বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দেশীয় শিল্প সুরক্ষা, পরিবেশ ও জনস্বাস্থ্য সংরক্ষণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাস্টমসের গুরুত্ব অপরিসীম।কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, চট্টগ্রাম চেম্বার এন্ড কমার্স অব ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনোয়ারা হাকিম আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।