চট্টগ্রামে বিজিবি’র বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৮০৯ বার পড়া হয়েছে
দক্ষিণ চট্টগ্রামের লোহাগড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী বিজিবির বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনার ৩ যাত্রী নিহত হন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ৪ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের একটি বাস উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-নাচোল সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।