চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ হওয়ার ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৫২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আগ্রাবাদে নালায় পড়ে নিখোঁজ হওয়ার ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার রাত ১০ টার দিকে আগ্রাবাদ মাজার গেইট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ছাত্রীর স্বজনরা জানান, আগ্রাবাদের একটি মার্কেট থেকে চশমা কিনে মামার সঙ্গে বাসায় ফিরছিলেন সাদিয়া জামান। ফুটপাত ধরে হাটার সময় পা পিছলে নালায় পড়ে যান। এসময় তার মামাসহ বেশ কয়েকজন তাকে উদ্ধার করতে নালায় নেমেও ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ২ টার দিকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে, গেল তিন মাসের ব্যবধানে মুরাদপুরে এক ব্যবসায়ী ও ষোলশহরে একজন সিএনজি চালক ও গৃহবধুর মৃত্যু হয় নালায় পড়ে।


























