চট্টগ্রামে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে রিডিং মেলার আয়োজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে রিডিং মেলার আয়োজন করেছে চট্টগ্রামের ইনক্লুসিভ এডুকেশন এবং ক্যামব্রিজ এসোসিয়েটেড স্কুল ফ্লোবেল একাডেমি।
সকালে চট্টগ্রামের বঙ্গবন্ধু এভিনিউর অনন্যা আবাসিক এলাকার স্টেট অফ দা আরট ক্যাম্পাসে এ রিডিং মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় লেখক, শিক্ষাবিদ হেমা রামানাথন ও ফ্রুটপ্রিন্ট ফ্লিম ফেষ্টিভ্যালের সহ-প্রতিষ্ঠাতা বিদিশা রায় দাস। মেলায় ঢাকা ও চট্টগ্রামের স্বনামধন্য পুস্তক বিক্রয় প্রতিষ্ঠান অংশ নেয়। বক্তারা বলেন, শিশুদের চিন্তাধারাকে উন্মুক্ত এবং মন ও মননকে উন্নত করতে সাহিত্য, কল্পনাপ্রসুত গল্প এবং বিভিন্ন ফিকশন পড়ার অভ্যাসে পরিণত করতে এ আয়োজন। এটি শিক্ষার্থীদের আরো বেশি শানিত করে তুলবে।