চট্টগ্রামে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার রবিউল হোসেন আর সিপাহী ইমরান হোসেন নামের দুই সদস্যকে গ্রেফতার করেছে রেব।
তারা জানায়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছে না। কাউন্টার থেকে বিক্রি হওয়া বেশিরভাগ টিকিট কালোবাজারে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠায় স্টেশন এলাকায় নজরদারী বাড়ায় রেব। গতকাল রাতে স্টেশন থেকে এক যাত্রীকে ডেকে নিয়ে বেশি দামে টিকিট বিক্রি করার সময় গ্রেফতার করা হয় তাদেরক। টিকিট পেতে জাতীয় পরিচয়পত্র নেয়াসহ কালোবাজারী রোধে নানামুখী পদক্ষেপ নেয়ার পরও টিকিট কালোবাজারী চক্রের হাতে কিভাবে যাচ্ছে তা নিয়ে তদন্ত করাও কথা জানায় রেব।