চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার
- আপডেট সময় : ০১:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে চোর সন্দেহে এক যুবককে ফ্লাইওভারের প্লারের সঙ্গে বেধে গান গাইতে গাইতে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গেলরাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গত ১৪ আগস্ট নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় শাহাদাত হোসেন নামের এক যুবককে বেধে গানের তালে তালে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। সাম্প্রতি নৃশংস এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয় দেশজুড়ে। মামলার সুত্র ধরে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে এই ঘটনার সঙ্গে জড়িত ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধ্যান পায় পুলিশ। এরই সুত্র ধরে মঙ্গলবার বিকেলে গ্রুপের এডমিন ফরহাদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আনিসুর রহমান ও সালমান নামের আরো দুইজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তারা সবাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।