চট্টগ্রামে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাসের চালক ও সহকারী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাকলিয়ায় চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাসের চালক টিপু ও সহকারী জনিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে চট্টগ্রামের কুয়াইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ১৯ মে রাত ৯টার দিকে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার সড়ক থেকে সংজ্ঞাহীন অবস্থায় ওই পোশাককর্মীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। প্রতিদিনের মতো অন্য শ্রমিকদের সঙ্গে বাসে উঠে তিনি। বহদ্দারহাট মোড়ে এসে অন্য শ্রমিকরা নামিলেও পেছনের দিকে থাকায় তার দেরি হয়। এই সুযোগে চালক তাকে না নামিয়ে বাসটি সামনের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে বাসের পেছনের দিকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে চালক। ধর্ষণ থেকে বাঁচতে বাস থেকে লাফ দিয়েছিলেন তিনি।