চট্টগ্রামে গণপরিবহণ চলাচল শুরু হলেও আগের মতো যাত্রীর উপস্থিতি চোখে পড়েনি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৬২৭ বার পড়া হয়েছে
টানা ৬৭ দিন পর চট্টগ্রামে গণপরিবহণ চলাচল শুরু হলেও আগের মতো যাত্রীর উপস্থিতি চোখে পড়েনি। তবে স্বাস্থ্যবিধি ও নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।
প্রশাসনের তৎপরতা থাকলেও পুলিশের চেকপোস্টের বাইরে বিভিন্ন এলাকায় স্বাস্থ্য বিধি লঙ্ঘনের চিত্রও দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, সরকার সবক্ষেত্রে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করলেও অধিকাংশ রুটেই ভাড়া বাড়ানো হয়েছে দ্বিগুন। তবে পুলিশ বলছে, রাজপথে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাজ করছে তারা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এই ধারা অব্যহত থাকবে।