চট্টগ্রামে এক দিনের ব্যবধানে ফের পাহাড় ধসে একজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে এক দিনের ব্যবধানে ফের পাহাড় ধ্বসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জলাবদ্ধতার কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরো দুইজন মারা গেছেন।
ভোর আলাদা দু’টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার নগরীর কাতালগঞ্জের একটি বহুতল ভবনের নিচতলা পানিতে তলিয়ে যায়। এসময় আইপিএসের লাইনে পানি ঢুকে ওই ভবনের দারোয়ান আবু তালেব ও ভবন মালিকের গাড়ির চালক আবু তাহের বিদ্যুতহায়িত হয়ে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ষোলশহর চশমা হিলে পাহাড় কেটে গড়ে তোলা মামুনের কলোনীতে পাহাড় ধ্বসে রায়হান নামের এক শিশুর মৃত্যু হয়।