চট্টগ্রামে একটি ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন দগ্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার মরিয়ম ভিলা নামের একটি ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।
গতকাল রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, ভবনের একটি বাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে দমকল বাহিনী পৌছনোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দগ্ধ ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস।