চট্টগ্রামে আন্তর্জাতিক স্টীল কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৩৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক স্টীল কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। এতে ৩৫টি দেশের শীর্ষ স্টীল কোম্পানীগুলোর চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করছে।
সকালে চট্টগ্রামের একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত কনফারেন্সের উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত ব্যবসায়ী পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান। বাংলাদেশ ছাড়াও আমেরিকা, জাপান, ভারত, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া ও জার্মানীর মতো উন্নত দেশগুলোর শীর্ষ স্টীলমিল মেশিন নির্মাতা, ম্যাটেরিয়াল সাপ্লাইয়ার ও কনসালটেন্টরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, করোনার পর যুদ্ধের কারণে গোটা বিশ্বের সাপ্লাই চেইন ভেঙ্গে পড়েছে। খরচ বাড়ায় বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন দেশে লোহা ও স্টীলের বাজারে তৈরী হয়েছে অস্থিরতা। পারস্পরিক সহায়তা ও টেকনোলজি বিনিময়ের মাধ্যমে এই সংকট মোকাবিলা করতে এবারের কনফারেন্স গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।