চট্টগ্রামে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
চট্টগ্রামে রোকসানা ফাউন্ডেশনের উদ্যেগে শীতার্ত হতদরিদ্র ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে নগরীর ২ নম্বর গেট এলাকায় প্রায় ৫ শতাধিক শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন রোকসানা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এদিকে, চট্টগ্রামে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গেলোরাতে নগরীর আব্দুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মোহাম্মদ ইউসুফ সওদাগর এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, বেসরকারি কারাপরিদর্শক আজিজুর রহমান আজিজ।এসময় বক্তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানান।