চট্টগ্রামে অবৈধভাবে মজুদ বিপুল পরিমাণ ভারতীয় চিনি উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ১৬০৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে কাঠের গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমান ভারতীয় চিনি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
দুপুরে নগরীর বহদ্দারহাট এলাকায় কাঠের মার্টেকে এই অভিযান চালানো হয়ে। এসময় একটি গুদাম থেকে ৬০ টন ওজনের ৬০০ বস্তা প্যাকেটজাত চিনি উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজেস্ট্রেট জানান, ওই গুদামে ভারতীয় চিনির অবৈধ মজুদ রেখে ফ্রেশ ব্রান্ডে নকল প্যাকেটে ভরে বাজারজাত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ মজুদদাররা পালিয়ে গেছে। তবে গুদাম মালিককে পাওয়া গেছে। অবৈধ চিনি জব্দ করার পাশাপাশি গুদাম মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানায় জেলা প্রশাসন।