চট্টগ্রামে অনুষ্ঠিত হলো “সেরা শুঁটকি রাঁধুনি প্রতিযোগিতা”

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫০৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “সেরা শুঁটকি রাঁধুনি প্রতিযোগিতা”। গেলরাতে নগরীর আগ্রাবাদের একটি হোটেলে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই প্রতিযোগিতা।
শুঁটকিজ-এর পরিচালক তৌহিদুল ইসলামের সমন্বয়ে শুটকি রাঁধুনি প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ২০২২-এর সেরা শেফ লুনাস রোজারিও, সাইমা সুলতানা, সাবিনা আক্তার এ্যানি ও নূর আক্তার জাহান। দীর্ঘ তিন মাস ধরে চলা প্রতিযোগিতায় ২শ’ জন প্রতিযোগীর মধ্যে থেকে বাছাই করে ফাইনালে সেরা ৭ জন প্রতিযোগী থেকে ৩ জনকে সেরা শুটকি রাধুঁনী হিসেবে ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন শাহ আলম বাবুল ও তানভীর শাহারিয়ার বাবুল।