চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামী তৌহিদুল ইসলামকে আটক করেছে রেব-৭।
গেলরাতে রাঙ্গুনিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রেব জানায়, রাঙ্গুনিয়া এলাকায় প্রভাব বিস্তারে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতংক তৈরি করে তিনি। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা ছাড়াও চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমসহ সর্বমোট ৬টি মামলা রয়েছে। আটকের পর আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কথা জানায় রেব।