চট্টগ্রামের মুরাদপুরে ইনোভেশন কম্পিটিশনের আয়োজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে চট্টগ্রামের মুরাদপুরে ইনোভেশন কম্পিটিশনের আয়োজন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি।
দুপুরে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তারা বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রা এগিয়ে নিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার আরো প্রসার ঘটানোর তাগিদ দেন। এতে সভাপতিত্ব করেন এনআইটির অধ্যক্ষ আহসান হাবিব। দিনব্যাপী আয়োজন উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর বেনু কুমার দে। প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এম. এ. সালাম। আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ টি এম পিয়ারুল ইসলাম ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া।