চট্টগ্রামের বাকলিয়ায় নির্মাণাধীন কোল্ডস্টোরে আগুন
- আপডেট সময় : ০৩:১৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ১৭০৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাকলিয়ায় নির্মণাধীন একটি কোল্ডস্টোরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল দশটার দিকে বাকলিয়ার শুভেচ্ছা সড়কে এস আলম গ্রুপের নির্মাণাধীন ওই কোল্ড স্টোরের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, নির্মাণাধীন ভবনে বিপুল পরিমাণ ককশিট সহ দাহ্য পদার্থের বিপুল পরিমাণ মজুদ ছিল। এই কারণেই অগ্নিকাণ্ডের পর তা মুহূর্তেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ধোয়াই আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে একে একে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। দুপুরের পর আগুনের লেলিহান শেখা দেখা না গেলেও ভবনের বিভিন্ন এলাকা থেকে মাঝে মধ্যেই কুন্ডলী পাকানোর ধোঁয়া বের হতে দেখা গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি কাজ করবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।