চট্টগ্রামের বাঁশখালী থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ টাকাসহ এক জলদস্যু গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাঁশখালী থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ টাকাসহ সাজ্জাদ নামের এক জলদস্যুকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। গেলো রাতে নগরীর কর্ণফুলি থেকে গ্রেফতার করা হয় তাকে।
কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার কাজী শাহ আলম জানান, সাজ্জাদকে বেশ কিছুদিন ধরে অনুসরণ করা হচ্ছিল। সে জলদস্যুতার পাশাপাশি বিভিন্ন স্থানে অস্ত্র ব্যবসায়ও জড়িত। গতকাল রাতে সে দুইটি আগ্নেয়াস্ত্র বিক্রি করতে বাঁশখালী থেকে কর্ণফুলি এলাকায় আসে। এ সময় কোস্টগার্ড সদস্যরা তাঁকে দুটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। পরে, তাঁর দেয়া তথ্যে বাঁশখালীর পশ্চিম পুকুরী থেকে আরও তিনটি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, মোবাইল ফোন ও নগর ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।























