চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে কাল থেকে চলবে না ব্যাটারিচালিত রিকশা
- আপডেট সময় : ১০:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- / ২০২৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর প্রধান সড়কগুলোতে কাল ৯ সেপ্টেম্বর থেকে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ ঘোষণা করেছে নগর পুলিশ (সিএমপি)।
রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, চট্টগ্রাম নগরের প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশাসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগ নিষিদ্ধ ঘোষণা করছে। আগামীকাল (সোমবার) থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে।
নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন জব্দসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগকে এই সংক্রান্ত সহায়তা করার জন্য নগরের সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করা হলো।