চট্টগ্রামে উচ্ছেদ অভিযান শুরুর আগে নিজ উদ্যোগে বাড়ি-ঘর সরিয়ে নিচ্ছেন দখলদাররা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়া চরে উচ্ছেদ অভিযান শুরুর আগে নিজ উদ্যোগে বাড়ি-ঘর সরিয়ে নিচ্ছেন অবৈধ দখলদাররা।
সকাল থেকে বন্দরের ৫২ একর জমি উদ্ধারে অভিযান শুরুর কথা থাকলেও সেখানকার বাসিন্দারা চলে যাওয়ায় উচ্ছেদ অভিযান চালায়নি বন্দর কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি এবং মাইকিং করার পর থেকে স্থাপনা সরিয়ে নিতে শুরু করেন চরের বাসিন্দারা। উচ্ছেদ অভিযান ঘিরে চর এলাকার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে চলতি বছরের ৯ই মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট। পতেঙ্গায় সাগর তীরবর্তী এলাকা- লালদিয়া চরে গত ৪৮ বছর ধরে মালিকানা ছাড়াই বসবাস করছে প্রায় ২৩শ’ পরিবার।