চট্টগ্রামের কর্ণফূলীর ইছানগরের পাথরঘাটায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রমজান আলী খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নির্বাচন পরবর্তী সহিংসতায় চট্টগ্রামের কর্ণফূলীর ইছানগরের পাথরঘাটায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রমজান আলী খুন হয়েছেন। গত রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বর প্রার্থী সাইদুল হক ও ইসহাক সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত রাতে সাইদুল হক মেম্বারের অনুসারী খোরশেদ ও শাহেদ চড়াও হয়ে রমজান আলীকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে।পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।