চট্টগ্রামের ইপিজেডের কলসীদীঘিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ইপিজেডের কলসীদীঘিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ঘরে আটকা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভির ৬ টি ইউনিটের ১২ টি টিম দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কলসীদিঘীর ধুমপাড়া মার্কেটে আগুন ধরে যায়। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এ ঘটনায় বেশিরভাগ দোকান পুড়ে যায় বলে অভিযোগ জানিয়েছেন মালিকরা। চট্টগ্রাম আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস স্টেশন অফিসের সহকারী পরিচালক নিউটন দাশ জানান, বাতাসের প্রচণ্ড গতিবেগ ও রাস্তা সরু থাকায় কাজ করতে বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।