চট্টগ্রামের আগ্রাবাদে একটি মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আগ্রাবাদে একটি মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সকাল নয়টার দিকে ডবলমুরিং থানার পানওয়ালা পাড়ায় অবস্থিত মশার কয়েল তৈরীর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় প্রচুর ক্যামিকেলের মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানা জুড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের ৪ ইউনিট ১ ঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।