ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভারী বৃষ্টিতে খুলনা শহরের এক তৃতীয়াংশ পানির নিচে
- আপডেট সময় : ০২:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভারী বৃষ্টিতে খুলনা শহরের এক তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যায়। শহরের অন্য এলাকা থেকে পানি নেমে গেলেও, বাস্তুহারা কলোনী এখনও জলাবদ্ধ। ফলে এলাকার ১০ হাজার বাসিন্দা সীমাহীন দুর্ভোগের শিকার। আর কেসিসি বলছে, নতুন করে ড্রেন সংস্কার করে পানির ধারণক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন পরিকল্পনা নেয়া হচ্ছে।
‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২২৯ মিলিমিটার। ভারী বৃষ্টিতে খুলনা শহরের এক তৃতীয়াংশ পানির নিচে চলে যায়। শহরের অন্য এলাকা থেকে পানি নেমে গেলেও, সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের বাস্তুহারা কলোনী এখনও জলবদ্ধ রয়েছে।
কলোনীর বাসিন্দদের দাবী, দুই পাশে জমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি করা ও খাল রক্ষণাবেক্ষণের অভাবে বাস্তুহাড়া, খালিশপুর এবং বয়রা থেকে পানি নিস্কাশন হতে না পেরে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা।
জলাবদ্ধতা কারনে বাস্তুহারা কলোনীর অনেকে ঘর বাইরে বের হতে পারছে না। মহিলা ও শিশুরা রয়েছে সবচেয়ে বেশি বিপাকে।
জলাবদ্ধতা কথা স্বীকার করে খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার প্রধান বলেন,পাইলিং বা ড্রেন ভরাটের কারণে এমনটা হচ্ছে। ড্রেনগুলো নতুন করে সংস্কার করে পানির ধারণক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন রকম পরিকল্পনা নেয়া হচ্ছে। ।
বাস্তুহারা কলোনির স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না গেলে পুরো খুলনা শহরে তার নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন নগরবাসী।