ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে এখনো ধুকছে সাতক্ষীরাবাসী
- আপডেট সময় : ০৫:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে এখনো ধুকছে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিবাসী। প্রবল জোয়ারের বেড়িবাঁধের অন্তত ৭টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, বাঁধ গুলো ভেঙে গেলে প্রতাপনগর ও পদ্মপুকুর ইউনিয়নের ছয়টি গ্রামের ঘরবাড়ি, ফসলের খেত ও মাছের ঘের প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বেড়িবাঁধের ৩৫টি পয়েন্টের ২শ’কিলোমিটার ঝুঁকিপূর্ণ রয়েছে।
আশাশুনি ও শ্যামনগর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষত শুকায়নি এখনো। ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কার করা সম্ভব না হওয়ায় ক্রমান্বয়ে ক্ষয়ক্ষতির পরিমান বাড়ছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়ছে উপকূলের মানুষ।
ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে -দ্রুত বাঁধ নির্মানের দাবি জানান, স্থানীয় জনপ্রতিনিধি।
৭০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩৫টি পয়েন্টে ঝুঁকিপূর্ণ থাকায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানায়, পানি উন্নয়ন বোর্ড।
অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোসহ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে উপকূলের ক্ষতিগ্রস্তরা চান টেকসই বেড়িবাঁধ নির্মাণ।