ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। যেকোন প্রতিবন্ধকতা মোকাবিলায় সেনা, নৌ, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিস প্রস্তুত বলে জানান তিনি।
সকালে সচিবালয়ে আন্ত:মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি আরো বলেন, গতি কমে যাওয়ায় সন্ধ্যা নাগাদ বাংলাদেশ অতিক্রম শুরু করবে রেমাল। আঘাত হানবে মধ্যরাতে। জোয়ারে আরো বাড়ার সম্ভাবনা আছে। ক্ষতিগ্রস্ত হবার আশংকা রয়েছে উপকূল এলাকা। ২৪ ঘন্টায় ৩০০ মিলিমিটার বেগে বৃষ্টিপাতসহ রয়েছে পাহাড় ধসের আশংকা। ঝড়ের কারণে সব ছুটি বাতিল করা হয়েছে। দুর্যোগ পরবর্তী প্রস্তুতি মোকাবিলায় পাহাড়ি অঞ্চলসহ অন্যান্য জায়গায় টিম প্রস্তুত আছে। নিরাপদ আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান বন্ধ থাকবে তবে আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা থাকবে।