ঘানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও আহত হয়েছেন ৫৯ জন। বিস্ফোরণে ৫০০শ ভবন ধসে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
বিস্ফোরক বহনকারী একটি গাড়ি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এই বিস্ফোরণ হয়। স্থানীয়দের দাবি, স্বর্ণ উত্তোলনের জন্য ট্রাকে করে বিস্ফোরক নিয়ে খনি এলাকায় নেয়া হচ্ছিল। এসময় ট্রাকেই বিস্ফোরণ ঘটে। এতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। পুলিশের তরফ থেকে স্থানীয়দের নিরাপদে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। ওই এলাকা ছেড়ে আশপাশের এলাকায় যেতে আহ্বান জানানো হচ্ছে। এই অঞ্চলে কানাডার মালিকানাধীন স্বর্ণখনি কিনরোস থেকে ১৪০ কিলোমিটার দূরে বিস্ফোরণ ঘটে।


























