ঘাটাইলে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

- আপডেট সময় : ০১:৫২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে দুই ভায়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে সন্ধ্যানপুর ইউনিয়নের গারো চালাগ্রামের ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ওই গ্রামের খোরশেদ আলীর ছেলে শাহজাহান আলী (৬০) ও নূরুল ইসলাম (৫৭)। তারা বিয়েও করেছিলেন আপন দুই বোনকে।
স্থানীয় ইউপি সদস্য ফারুক মিয়া জানান, সকালের খাবার খেয়ে তারা দুই ভাই জমির আইল ছাঁটতে যান। দুপুর হলেও তারা বাড়ি আসেননি। দুপুর থেকে খোঁজ করা হয়। একপর্যায় বিকেল ৪টার দিকে বাড়ির পাশের ছোট্ট ডোবায় শাহজাহানের মরদেহ ভাসতে দেখেন তার স্ত্রী জায়েদা বেগম (৫০)। পরে নূরুল ইসলামেরও মরদেহ উদ্ধার করা হয় ওই ডোবা থেকেই। পরিবারের সদস্যরা জানান, দুই ভাইয়ের মধ্যে কেউ সাঁতার জানতেন না।
সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ জানান, ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে।