ঘরের মাঠে টেস্টে প্রথমবার নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

- আপডেট সময় : ০৪:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ২০৭২ বার পড়া হয়েছে
সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে কিউইরা করে ৩১৭ রান। ফলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৩৮ রান করলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ দাঁড়ায় ৩৩২ রানের। যেখানে ১৮১ রানে অল-আউট হয় সফরকারিরা।
ঘরের মাঠে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করলো বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন চক্র দারুণভাবে শুরু করলো লাল সবুজের প্রতিনিধিরা।
জয়ের দৃশ্যপটটা চতুর্থ দিনেই তৈরি করে রেখেছিল বাংলাদেশ। শেষ দিনে যা হয়ে দাঁড়িয়েছিল শুধুই সময়ের ব্যাপারে। যেখানে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২১৯ রান। বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট।
পঞ্চম দিনে ব্যাট করতে নেমে ফিফটি তুলে নেন আগেরদিন ৪৪ রানে অপরাজিত থাকা ড্যারিল মিচেল। তবে ইনিংস বড় করতে পারেনি এই কিউই ব্যাটার। ৫৮ রানে ফেরেন নাইম হাসানের শিকার হয়ে।
তবে এরপর ইশ সোডিকে সঙ্গে নিয়ে নবম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন অধিনায়ক টিম সাউদি।
৩৪ রানে সাউদিকে ফিরিয়ে জয়ের পথে বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে দেন তাইজুল ইসলাম।
তাইজুলের স্পিন জাদুতেই নিশ্চিত হয়ে বাংলাদেশের জয়। ২২ রানে সোডিকে ফেরান এই টাইগার স্পিনার।
বাংলাদেশের হয়ে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা টাইগার স্পিনার তাইজুল ইসলাম।