গ্লাসগো শহরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শীর্ষক কপ-২৬ সম্মেলনে মতৈক্য মিলেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
অবশেষে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগো শহরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শীর্ষক কপ-২৬ সম্মেলনে মতৈক্য মিলেছে।
প্রায় ২০০ দেশের নেতারা দুই সপ্তাহ ধরে আলোচনা করে একটি চুক্তিতে সই করতে একমত হয়েছেন। এ গ্লাসগো জলবায়ু চুক্তি গ্রিনহাউস গ্যাস নিঃসরণে সবচেয়ে বেশি ক্ষতিকর কয়লার ব্যবহার কমিয়ে আনার বিস্তারিত পরিকল্পনাসহ প্রথম কোনো চুক্তি।
চুক্তিতে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর ক্ষতি কাটিয়ে উঠতে আরও অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। এ ছাড়া কার্বন নিঃসরণ কমানোর কথাও বলা হয়েছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার দেড় ডিগ্রি সেলসিয়াসের কমে ধরে রাখার জন্য এ চুক্তিতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি।